চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার বিরুদ্ধে যুদ্ধে নামা সকলকে সাকিবের স্যালুট

যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টাইনে থাকা সাকিব আল হাসান নিয়মিত দিচ্ছেন ভিডিওবার্তা। যেন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায় সবার মাঝে। এবার ফেসবুক পোস্টে করোনার বিরুদ্ধে বাংলাদেশের যারা যুদ্ধে নেমেছেন সেসব মানুষদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন, প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘আমরা তাদের যেভাবে সাহায্য করতে পারি তা হল- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

মঙ্গলবার ছিল সাকিবের ৩৩তম জন্মবার্ষিকী। যদিও সেটি পালন করতে পারেননি। যুক্তরাষ্ট্রের একটি হোটেলে নিজেকে বন্দী করে রেখেছেন এ ক্রিকেটার। নিজের পরিবারের মানুষের সঙ্গে দেখা করছেন না। সেই সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন অন্যদের মাঝে।