Site icon চ্যানেল আই অনলাইন

করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে গৃহবধূর মৃত্যু

চাঁদপুর-বজ্রপাতে মৃত্যু

মোরশেদ আলম: চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে কামরুন্নাহার (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন।

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার বলেন: আমার স্ত্রীর জ্বর ও সর্দি-কাশি ছিল। যার কারণে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করার জন্য নিয়ে আসি। সেখানে আসার কিছুক্ষণ পরেই আমার স্ত্রী মারা যায়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ বলেন: কামরুন্নাহার হৃদরোগে ও জ্বর, সর্দি-কাশিতে অনেক দিন ধরে ভুগছিলেন। এখানে নমুনা দিতে এসে তার মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের লোকজন তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।

Exit mobile version