Site icon চ্যানেল আই অনলাইন

করোনাভাইরাস: ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টসও বন্ধ

সরকার ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র রপ্তানিমুখী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে যাদের রপ্তানি আদেশ রয়েছে তারা চাইলে কারখানা খোলা রাখতে পারবে।

বিজিএমইএ এবং বিকেএমইএ-এর যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে – মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামন্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান সমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’’

‘‘তবে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান যাদের জরুরি রপ্তানী কার্যাদেশ রয়েছে এবং যে সকল প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরী করছে; সে সকল প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে, তবে সে ক্ষেত্রে স্ব স্ব এসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ), কল কারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।’’

এছাড়াও ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Exit mobile version