Site icon চ্যানেল আই অনলাইন

করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত প্রায় দশ লাখ

করোনা

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় দশ লাখ হতে যাচ্ছে। এভাবে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিষ্ঠানটির প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন: পরামর্শ বা মাস্ক পরাটা আরও বিস্তৃত করতে হবে কিনা সেই বিষয়ে আলোচনা চলছে।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০০০ ছাড়িয়েছে। সেখানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা এক লাখেরও বেশি।

বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩২,৬০৫ জন। প্রাণ হারিয়েছে ৪৬,৮০০ জন। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন এই ভাইরাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম নিয়েও বিশ্বজুড়ে দুশ্চিন্তা বাড়ছে।

Exit mobile version