Site icon চ্যানেল আই অনলাইন

করোনাভাইরাসে কানাডায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু

কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কানাডায় এখন পর্যন্ত ২২, ১৪৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৫৬৯ মারা গেছেন, আর ৬, ০১৩ জন সেরে উঠেছেন।

কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন টরোন্টো এবং একজন অটোয়াতে।

কানাডার টরন্টোতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জামাল আলী (৩৭) নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি গত এক সপ্তাহ ধরে টরন্টো জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, জামাল আলী বিশ্বনাথ থানার বাসিন্দা ছিলেন। তিনি টরন্টোয় পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত ছিলেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কানাডা প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ নিয়ে কানাডায় এ পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

Exit mobile version