Site icon চ্যানেল আই অনলাইন

করোনার প্রভাব বিদেশি কোচ নিয়োগে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলেছিল করোনাভাইরাসের কারণে। কোচ যত যোগ্যই হন না কেনো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল সামনা-সামনি কথা বলে চুক্তিতে যেতে। কিন্তু করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি সেটিকে প্রায় অসম্ভব করে তুলেছে।

শুধুমাত্র সাক্ষাতকার দিতে বাংলাদেশে আসতে আগ্রহী নন অনেকেই। যে কারণে অনেক অপেক্ষার পর সরাসরি আলাপ ছাড়াই সালমা-রুমানাদের দায়িত্ব দিতে হচ্ছে ইংলিশ কোচ মার্ক রবিনসনকে।

ছেলেদের ক্রিকেটেও সমস্যা একইরকম। করোনার কারণে বিদেশ ভ্রমণে নানা জটিলতার কারণে আসন্ন উইন্ডিজ সিরিজে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি আসছেন না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।

নতুন ব্যাটিং কোচ হতে যাওয়া জন লুইসের সঙ্গে কথা বলেই চুক্তি করবে বিসিবি। আগামীকাল তার বাংলাদেশে আসার কথা রয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিসিবির ভাবনার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

‘(লুইস)ও কাল-পরশুর মধ্যে আসবে। আসলে ওর সাথে আমরা সামনা-সামনি কথা বলব। এখন যে পরিস্থিতিটা হল, করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছে না এবং ভেট্টরিকে নিয়ে সমস্যায় পড়েছি। ও বেচারা আসতে চেয়েছিল, কিন্তু অনেক ফর্মালিটিস রয়েছে।’

‘নিউজিল্যান্ড থেকে যখন বাইরে য়ায়, আবার বাইরে থেকে যখন দেশে ঢোকে, তখন অনেকদিন সময় লাগে। সো ডিফিকাল্ট। ওকে(লুইস) এখন সামনা-সামনি বসে আমরা দেখব। এখন প্রথম দুই একটা সিরিজ দেখি কেমন, তারপর যদি ভালো হয় আমরা চেষ্টা করব ওকে রাখার।’

‘ভেট্টরি কিন্তু আসতে চেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড যে একটা নিয়ম করেছে, দেশের বাইরে থেকে যখন দেশে ঢুকবে ওটা আপনাকে অনেক আগে জানিয়ে দিতে হবে। তারপর ওখানে অনেকদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে জায়গায় থাকতে হবে ঐ জায়গাটা কিন্তু অনেক লিমিটেড। ওখানে সিরিয়াল পাওয়া যায় না। যতদিন পাওয়া যাবে না ততদিন এখানে ওয়েট করতে হবে। তারপর সিট কনফার্ম হলে যাবে। সো এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম অনেক টাফ, টাকা পয়সারও ব্যাপার আছে। প্লাস টাইমটাও অনেকবেশি নিচ্ছে। বিধায় আমরা নিউজিল্যান্ড যখন যাব, তখন সে টিমের সাথে থাকবে এবং বাংলাদেশি কোচ সোহেলকে ওর পরিবর্তে আমরা রাখছি।’

গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। বাবার মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন তিনিও। তার জায়গায় ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার এবং ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক লুইসকে বেছে নিতে যাচ্ছে বিসিবি।

Exit mobile version