Site icon চ্যানেল আই অনলাইন

করুনারত্নের অভিযোগ, মাহমুদউল্লাহর জবাব

Advertisements

চট্টগ্রাম থেকে: শ্রীলঙ্কা দল ভাবতেই পারেনি পঞ্চমদিনে বাংলাদেশ এমন ব্যাটিং করবে! যেখানে তারা চট্টগ্রাম টেস্টের শেষদিনে জয়ের স্বপ্ন দেখছিল, সেখান দিনের ১৭ ওভার বাকি থাকতে ড্র মেনে নিতে হয় সফরকারীদের। মুমিনুল-লিটনের ব্যাটেই বেঁচেছে ম্যাচ।

ধাক্কাটা এমন বড় ছিল যে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক আসেননি। নিয়ম রক্ষার জন্য পাঠানো হয় করুনারত্নেকে। সাধারণত ম্যাচ শেষে কোচ-অধিনায়ক বা সেরা পারফর্মারকে পাঠানো হয় ডায়াসে। সেখানে শূন্য রানে আউট হওয়া এ ওপেনারকে দেখে বিস্মিত হয়েছেন গণমাধ্যম কর্মীরাও।

করুনারত্নে পরে দোষ চাপিয়ে গেছেন উইকেটের ঘাড়েই। যেখানে তারা ৭১৩ রান করে জয়ের স্বপ্ন দেখছিলেন, সেখানে শেষ দিনে নিতে পেরেছেন মাত্র দুই উইকেট। দলীয় হতাশার সেই দিন নিয়ে অভিযোগ করে বললেন, ‘টেস্টে এমন উইকেট আদর্শ নয়। পরের টেস্টে আমরা ৫০-৫০ উইকেট চাই। যেখানে বোলাররাও ভাল করবে। এটা ছিল শুধুই ব্যাটসম্যানদের উইকেটে। শেষ দিনেও উইকেটে কোন পরিবর্তন আসেনি।’

মূর্তিকারিগর

পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদও। লঙ্কানদের অভিযোগ শুনে টাইগার অধিনায়ক বললেন, ‘আমার তো মনে হয়, দুই দলের ব্যাটসম্যানরাই ভাল ব্যাটিং করেছে। জানি না তিনি কোন দিক থেকে এ কথা বলেছেন। উনি কেমন উইকেট চান, তা তাকে জিজ্ঞেস করতে হবে। টেস্ট ম্যাচ সবসময় কঠিন। উইকেট স্পিন-পেসবান্ধব হোক বা স্পোর্টিং হোক। যদি রানরেট দেখেন, আমাদের দুই ইনিংসেই পৌনে চারের মতো ছিল। এটা ভাল উইকেট ছিল। দুই দলের ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ভাল ব্যাটিং করেছে।’

Exit mobile version