উসমান খাজার সেঞ্চুরিতে করাচি টেস্টের প্রথম দিন নির্বিঘ্নে কেটেছে অস্ট্রেলিয়ার। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে প্যাট কামিন্সের দল।
শনিবার দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। দুই ওপেনার ওয়ার্নার ও খাজার ৮২ রানের জুটিতে দারুণ শুরু পায় অজিরা। ৩৬ রানে ওয়ার্নারকে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন ফাহিম আশরাফ।
দলীয় স্কোর যখন ৯১ তখন শূন্য রানেই রান আউট হন মার্নাস লাবুশেন। তৃতীয় উইকেটে স্মিথকে নিয়ে ১৫৯ রানের জুটি গড়েন খাজা। শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও হাসান আলীদের পরীক্ষিত পেস আক্রমণকে ডুবিয়েছেন চরম হতাশায়।
দিনের শেষভাগে ৭২ রান করা স্মিথকে ফেরান হাসান আলী। এরপর লায়নকে নিয়ে বাকী ওভারগুলো নির্বিঘ্নে পার করে দেন খাজা। ১৩ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে।








