এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট আর্চারিতে মেয়েদের দলগত কম্পাউন্ড ইভেন্টের পর মিশ্র ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। স্বাগতিক ইরাককে হারিয়ে পদক এনেছেন মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়।
ইরাকের সোলেমানিয়ায় মঙ্গলবার দলগত কম্পাউন্ড ইভেন্টে স্বাগতিকদের হারিয়েছে বন্যা আক্তার, শ্যামলী রায় ও সুমা বিশ্বাসের দল। একইদিনে মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিলেন আশিকুজ্জামান-শ্যামলী জুটি।
কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গড়া দল ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছেন। ছেলেদের এককের রিকার্ভ ইভেন্টে সোনার লড়াইয়ে নামবেন লাল-সবুজ তারকা রোমান সানা।








