যে ছবিটি প্রশ্নের মুখোমুখি করেছে পুরো বিশ্ববিবেককে। সেই ছবি নিয়ে এবার নিজের মনের ভাষা প্রকাশ করলেন কবি লুৎফর রহমান রিটন।
নিজের ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি লেখা পোস্ট দেন।
‘রেফ্যুজি ২০১৫- আমি তোমাদের সভ্যতা আর আধুনিকতার লজ্জা’ শিরোনামে নিজের একটি কবিতা পাঠকদের সঙ্গে শেয়ার করেনি তিনি।
কবিতাটি এরকম;
নিজের স্বার্থে নিজ প্রয়োজনে তোমরা লাগাও যুদ্ধ
চাও আমাদের উপড়ে ফেলতে প্রাণভিটেমাটিসুদ্ধ!
অর্থগৃধ্নু! ক্ষমতার মোহে বিবেক হারিয়ে অন্ধ
অতি সাধারণ আমাদের সাথে তোমাদের কীসে দ্বন্দ্ব?
কারো বাড়া ভাতে দেই না তো ছাই! করি না কাউকে হত্যা
তবু কেড়ে নাও সামান্য ঠাঁই! কেড়ে নাও নিরাপত্তা!
আশ্রয় চেয়ে ঘুরি দেশে দেশে স্থল ও জলপথে, হায় রে
ক্ষুধা অনাহার ও অসুখে কাতর কতো প্রাণ ঝরে যায় রে!
মানবিকতার ধারো নাকো ধার মনুষ্য পদবাচ্য!
তোমাদের পাপে বিভীষিকাময় আজকে মধ্যপ্রাচ্য।
তোমাদের পাপে ধর্মে-বর্ণে হানাহানি সারা বিশ্বে
জারি করে রাখো অসম লড়াই মহাধনী আর নিঃশ্বে…
উচ্ছেদ হয়ে আশ্রয় খুঁজি দেশের সীমানা ছাড়িয়ে
অস্ত্র উঁচিয়ে আর্মি-পুলিশ সীমান্তে থাকে দাঁড়িয়ে।
কাঁটাতার ঘেরা স্থল সীমান্ত জলে থাকে নৌবাহিনি
শুনতে চাহে না কেহ আমাদের অশ্রুতে লেখা কাহিনি।
টিভিতে দেখছো কাগজে পড়ছো কতো শত শরণার্থী
মানবিকতার দোহাই ঠাকুর! সামান্য ঠাঁই প্রার্থী…
ট্রলারে ভাসছি সাগরে ডুবছি সবই তো দেখতে পাচ্ছো
কি করে তোমরা হাসিখুশি থাকো! কী করে খাবার খাচ্ছো!
সুখি গৃহকোণে পরিবার নিয়ে তোমাদের সুখ-নিদ্রা!!
আমাদের নিয়ে অংক কষছে মোড়ল ও সমাজবিদরা…
(তোমাদের দেশে সৈকতে পাতি আমাদের শেষ শয্যা)
আমি তোমাদের সভ্যতা আর আধুনিকতার লজ্জা…
০৩ সেপ্টেম্বর ২০১৫

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)




