সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের পাড়ে প্রেম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন তিশা ও সিয়াম। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা ইয়াশপাল শর্মার হাতে বন্দি হয়েছেন দুজন!
না। বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। এটি মূলত তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’র শুটিং-এর দৃশ্যের কথা বলা হচ্ছে।
চলচ্চিত্রটির মাধ্যমে সিনেমায় প্রথমবারের মত জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ। ১০ মার্চ খুলনার পাইকগাছায় ‘ফাগুন হাওয়ায়’র শুটিং শুরু হয়। ১২ তারিখ সোমবার থেকে একসঙ্গে শুটিং করছেন তিশা এবং সিয়াম। এতে নাসির চরিত্রে অভিনয় করছেন সিয়াম এবং দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা।
১১ নং দৃশ্যে অভিনয়ের মাধ্যমে শুটিং শুরু হয় তিশা এবং সিয়ামের। এসময় তাদের সহশিল্পী ছিলেন আফরোজা বানু। প্রথম দিনের শুট প্রসঙ্গে তিশা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তৌকীর ভাইয়ের চলচ্চিত্রে এর আগেও কাজ করেছি। তার কাজের ধরণে অভ্যস্ত। আর এমন জায়গায় শুট করছি তাতে মনে হচ্ছে সেই ৫২ তেই ফিরে গেছি। সিয়ামের সঙ্গে প্রথম জুটি বাঁধলেও মনে হচ্ছে না আমরা প্রথম কাজ করছি।’
এদিকে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি আগেও বলেছি তৌকীর ভাইয়ের চলচ্চিত্রে কাজের সুযোগ আমার জন্য দারুন অভিজ্ঞতা। তার ওপর তিশার সঙ্গে সিনেমায় প্রথম কাজ হলেও তার সহযোগিতা অসাধারণ। আর এত সিনিয়র শিল্পীরা এখানে কাজ করছেন যা আমার অভিনয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে।’
পাকিস্তানি পুলিশ অফিসার জামশেদ চরিত্রে অভিনয় করেছেন ‘লগন’, ‘গঙ্গাজল’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘রাউডি রাঠোর’ খ্যাত বলিউড অভিনেতা ইয়াশপাল শর্মা।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হোসেন, আজাদ সেতু, আবদুর রহিম প্রমুখ।
ছবি: মো. জাকির হোসেন








