চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ও গানওয়ালা, আর একটা গান গাও…

মিতুল আহমেদমিতুল আহমেদ
12:30 অপরাহ্ন 16, মার্চ 2019
বিনোদন
A A
Advertisements

প্রচলিত গানের বাজারে নব্বইয়ের দশকে কলকাতায় এক আলাদা সুর আর কথায় গেয়ে উঠেন এক গায়ক। তার গানে প্রথমবার মানুষ শুনতে পেলো এক অন্যরকম সুর। ‘প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই’। অসাধারণ এই গায়কী শক্তির প্রতি মানুষের আগ্রহ জন্মালো। বলতে গেলে মানুষকে সম্মোহনের বন্ধনে আবদ্ধ করে দিলেন প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ দিয়েই। নাম তার কবীর সুমন। শুধু তার গানের জন্য সমস্ত বাংলায় বিখ্যাত নন, একজন অসাধারণ ব্যক্তিত্ব ও মানবিকতার জীবন্ত এক মূর্তি হিসেবেও তিনি অতি পরিচিত একটি নাম।

বাংলা ভাষাভাষি মানুষ মাত্রই জানেন শিল্পী কবীর সুমনের মানে কি! আজ তাঁর ৭০তম জন্মদিন। পা ফেললেন একাত্তরে। ১৯৪৯ সালের ১৬ মার্চ তিনি ভারতের ওড়িশায় জন্মেছিলেন। ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে সমস্ত বাংলায় হৈচৈ ফেলে দিয়েছিলেন। সুমন চট্টোপাধ্যায় থেকে হয়েছিলেন কবীর সুমন। পরবর্তীতে বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেছিলেন।

বাংলা গানের মানে যাঁরা বদলে দিলেন কবীর সুমন তাদের একজন। কবীর সুমনের স্পর্শে বাংলা গান শুধু সমৃদ্ধই হয় না, বরং খুঁজে পায় নতুন দিশা। তার গানের বিষয়বস্তু হয় রাজনীতি, ধর্ম, দর্শন, সমাজ। যা আগে কেউ ভাবেওনি হয়তো। অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন গানের মাধ্যমে। সীনা টানটান করে সমাজের সঙ্গতি আর অসঙ্গতিগুলিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন এই গানের মাধ্যমেই। তার গানের মাধ্যমে বাংলা গানে সূচনা হয় এক নতুন ধারার। সুমনের গানের মাধ্যমে মানুষ আরাম খুঁজে পায়, শ্রান্তি খুঁজে পায়, মনকে হারিয়ে ফেলার উন্মাদনা খুঁজে পাওয়া যায় তার গানে। তার গান মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। অনুভূতিকে স্পর্শ করে। কন্ঠ, সুর আর গানের কথায় মগ্ন হয় মানুষ।

তাই দেখা যায়, ভিন্ন ধারার এই শিল্পীর গান শুধু কলকাতাতেই জনপ্রিয়তা পায় না। বরং দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত বাংলা ভাষাভাষি মানুষের কাছে। তার আগমনে বাংলা গানের কথায় ক্রমশ পরিবর্তন আসে। সমস্ত সংগীতের দুয়ারে সাধিত হয় এক বৈপ্লবিক পরিবর্তন। তার হাত ধরেই বাংলা সংগীতে নব ধারার সূচনা করে অঞ্জন দত্ত আর নচিকেতার মতো অসম্ভব মেধাবী শিল্পীরা। কন্ঠ আর সুরে তাদের অন্যরকম এক ফ্লেভার! প্রকৃতপক্ষে বাংলা গানের মানেই বদলে দিয়েছেন কবীর সুমন। যেখানেই অনাচার, সেখানেই প্রতিবাদ আর প্রতিরোধের বাণী নিয়ে হাজির হয়েছেন কবীর সুমন।

তিনি বাংলাদেশ নিয়েও লিখেছেন। গেয়েছেন বিস্তর। ২০১৩ সালে শাহবাগের প্রতিবাদী তরুণদের উদ্দেশ্যে বেধেছেন নতুন গান, ‘বিমানে উড়তে তিরিশ মিনিট/এত কাছে তবু দূর/বিলকুল নেই পাসপোর্ট ভিসা/সীমানা চেনে না সুর।/সীমানা চিনি না আছি শাহবাগে/আমার গিটারও আছে,/বসন্ত আজ বন্ধুরা দেখো/গণদাবি হয়ে বাঁচে।/বাঁচো গণদাবি, বাঁচো গণদাবি/আসল বিচার চাই,/যার যা পাওনা তাকে সেটা দাও/গণদাবি একটাই’। শুধু তাই নয়, রোহিঙ্গা সংকট নিয়েও গান বেঁধেছেন। সর্বশেষ ভারত-পাকিস্তানের মধ্যে চলা কাশ্মির ইস্যুতে যুদ্ধ বিরোধী একটি গানও করেছেন তিনি। একজন শিল্পীর এই সামাজিক দায়বোধ বিস্মিত করার মতো!

পৃথিবীতে শিল্পীরা বরাবরই মানবিক। যখনই মানবতার বিপর্যয় তখনই সবার আগে শিল্পীরা দাঁড়িয়ে যান। আর কবীর সুমন যেনো তার থেকেও একটু বেশী মানবিক। মানবতার বিপর্যয়ে যেনো তিনি নিজেই বিপন্ন বোধ করেন। তাই তার গান অন্যদের থেকে আলাদা। তার গান প্রতিবাদের কথা বলে। প্রতিরোধের কথা বলে। বিপ্লবের কথা বলে। বৈষম্য আর নিপীড়নের কথা বলে। ভাঙ্গনের কথা বলে। নতুনকে গড়ার কথা বলে। পরিবর্তনের কথা বলে। সর্বোপরি মানবতার কথা বলে।

২০১৫ সালে নিজের জন্মদিনে একটি স্ট্যাটাস দিয়েছিলেন কবীর সুমন। যেখানে জন্মদিন পালন এবং মানবিক হয়ে উঠার ঘটনা বর্ণনা করেছিলেন এভাবে: অদ্ভূত এক পরিবারে আমার জন্ম। আমাদের পরিবারে কখনও কারুর জন্মদিন পালিত হতো না। আমার বাবা মা দাদা- কার যে কবে জন্মদিন আমি জানিনি। আমার জন্মদিনও কেউ মনে রাখতেন না। ছেলেবেলায় মা’কে দু-একবার দোল পূর্ণিমা তিথিতে বলতে শুনেছি- আজ তোর জন্মতিথি। ব্যাস! ঐ পর্যন্তই! পায়েস বা বিশেষ কোনও রান্না- ওসবের বালাই ছিল না। ঈশ্বর বা ধর্মের বিন্দুবিসর্গও যেমন ছিলেন না তেমনি ছিল না জন্মদিনের উল্লেখ। তেমনি কোনোদিন শুনিনি আমার বাবা মা কোনও ধর্ম বা সম্প্রদায় সম্পর্কে কুকথা বা কুমন্তব্য করছেন। এমনকি, তাঁদের নিরীশ্বরবাদ তাঁরা তাঁদের দুই ছেলের ওপর চাপিয়ে দিতেও চেষ্টা করেননি কখনও। একবার পাড়ায় সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যাওয়ার আগে বাড়িতে কিছু খাইনি। খাইনি তো খাইনি। ব্যাপারটা জানতে পেরে বাবা মা কোনও মন্তব্যই করেননি তেমন। মৃত্যুর আগে জ্ঞান হারানোর মুহূর্ত পর্যন্ত তাঁর ঈশ্বর বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলেন। তেমনি আমার ৫১ বছর বয়সে আমি আইনের সাহায্য নিয়ে আমার নাম পাল্টানোর সময়ে আমার মা আমায় বলেছিলেন,‘বেশ করছিস, ঐ পদবীটা ত্যাগ করছিস। আমার সমর্থন রইল।’ বাবা তার আগে মারা গেছেন। পরে কতো ‘হিন্দু’ নামধারী আমার মা’কে ফোন করে বলেছেন, ‘আপনার ছেলে তো মুসলমান হয়ে গেল।’ আমার মা জবাব দিয়েছেন: ‘তাতে তোমার বাপের কী?’ এইরকম এক মহিলার পেটে আমি এসেছিলাম। এইরকম এক মহিলা আমায় এই পৃথিবীতে এনেছিলেন’।তথ্যে কবীর সুমন:
একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক ও গদ্যকার। তাঁর পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তাঁর পুরনো নাম পরিত্যাগ করেন। সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তাঁর ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তাঁর স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

পূর্ব প্রকাশিত লেখাটি কবীর সুমনের ৬৯তম জন্মদিনে চ্যানেল আই অনলাইনেই ছাপা হয়েছিলো

ট্যাগ: কবীর সুমনদর্শনধর্মরাজনীতিলিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

আর অগোছালো কাজ করবো না: শাকিব খান

পরবর্তী

আর অগোছালো কাজ করবো না: শাকিব খান

পকেটমারের খপ্পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট!

সর্বশেষ

‘ডিম নিক্ষেপ’ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জানুয়ারি 27, 2026
ছবি: সংগৃহীত

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দিলে ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

জানুয়ারি 27, 2026
ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রক্তস্নানের আশঙ্কা: ট্রাম্প ও ক্রুজের গোপন ফোনালাপ ফাঁস

জানুয়ারি 27, 2026
ছবি: জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

রাজধানীতে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী

জানুয়ারি 27, 2026

একসঙ্গে আবারও পর্দায় ফিরছেন বিজয়-রাশমিকা

জানুয়ারি 27, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version