Site icon চ্যানেল আই অনলাইন

ওয়ালশকে ছেড়ে দিচ্ছে বিসিবি

লন্ডন থেকে: চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপ শেষেই বেজে গেল বিদায়ঘণ্টা। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসারদের নিয়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন এ ক্যারিবিয়ান কিংবদন্তি।

বিসিবি অবশ্য অফিসিয়ালি এখনও কিছু জানায়নি। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক পরিচালক চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ওয়ালশের বিদায়ের কথা।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে বড় আশা ছিল। পেসবান্ধব উইকেট পেয়েও তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি পেসাররা। রান দেয়ায় হয়েছে রীতিমতো প্রতিযোগিতা!

তরুণদের মধ্যে মোস্তাফিজ, সাইফউদ্দিন উইকেট পেলেও রান আটকাতে পারেননি। অভিজ্ঞ মাশরাফী, রুবেলরা দলকে ডুবিয়েছেন হতাশায়। যে কারণে ওয়ালশের বিদায়ের সুর বিশ্বকাপ চলাকালীনই বাজছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান দিয়েছিলেন এমন আভাসই।

হিথ স্ট্রিকের উত্তরসূরি হয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িয়েছিলেন ওয়ালশ। তার সময়ে পেসারদের উন্নতি সেভাবে চোখে পড়েনি। একরকম অসন্তুষ্টি থেকেই বোর্ডকে বিদায় বলে দিতে হচ্ছে ওয়ালশকে।

Exit mobile version