কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর ধাক্কা কিছুতেই কাটাতে পারছে না ক্রিকেট বিশ্ব। নানা প্রান্ত থেকে আসছে শোক বার্তা। ক্রীড়াঙ্গন, অভিনয় এবং রাজনীতি জগতের বড় বড় তারকারা শোকবার্তা প্রকাশ করেছেন।
শনিবার হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের ওয়ার্নকে স্মরণ করলেন আফগান লেগস্পিনার রশিদ খান। শেষ ম্যাচের ইনিংস বিরতির সময় করলেন স্মৃতিচারণ।
সে সময় রশিদ খান বলেন, ‘এটা মেনে নেয়া কঠিন, বিশেষ করে একজন ক্রিকেটার হিসেবে। এটি প্রত্যেক ক্রিকেটারের জন্য ধাক্কা। তিনি ছিলেন বিশ্বের প্রতিটি ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা। তার পরিবার এবং তার বন্ধুদের জন্য সমবেদনা রইল। এটি দেখাল যে পৃথিবী অনিশ্চিত। আপনি কখনোই জানেন না, কখন আপনার (মৃত্যুর) সময়।’
‘‘এমসিজিতে তার সঙ্গে বোলিং করা আমার জন্য একটি বিশাল সম্মানের বিষয়। আমি তার সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলাম, বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য। আমি শুধু সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমরা যখন সেখানে ছিলাম, তখন আমরা কথা বলছিলাম। এই বছর বিগ ব্যাশের সময়। এটা অবিশ্বাস্য।’’








