Site icon চ্যানেল আই অনলাইন

ওপেনিং জুটির দুর্দশায় আক্রান্ত টপঅর্ডার

৫, ১৬, ১৫, ১৫, ১! এশিয়া কাপের পাঁচ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির চিত্র। বুধবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র ৫ রান। ১১ মাস পর ওয়ানডে খেলতে নামা সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশ- ২৬/৩ (৯)

আবু ধাবিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামতে নামতেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেছেন সাজঘরে। সৌম্যর পর ফিরেছেন মুমিনুল হক (৫) ও লিটন দাস (৬)। খেলা ৫ ওভার না গড়াতেই নামতে হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের।

বাঁহাতি পেসার জুনায়েদ খানের অফস্টাম্পের বাইরে করা স্লো বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ারলেগে ক্যাচ দেন সৌম্য। আরেক বাঁহাতি পেসার শাহিনশাহ আফ্রিদির ইনসুইংয়ে বোল্ড হন মুমিনুল। প্যাডে স্পর্শের পর ভাঙে স্টাম্প। পরের ওভারে জুনায়েদের দ্বিতীয় শিকার হন লিটন। উপড়ে যায় এ ডানহাতির স্টাম্প।

আগের তিন ম্যাচে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সৌম্যকে। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না অপার সম্ভাবনা নিয়ে শুরু করা এ বাঁহাতি ব্যাটসম্যান।

Exit mobile version