Site icon চ্যানেল আই অনলাইন

ওটিটিতে নোলানের আলোচিত ‘টেনেট’

ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘টেনেট’ বুধবার (৩১ মার্চ) থেকে দেখা যাবে অ্যামাজন প্রাইমে। ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় দেখা যাবে এই ছবি।

করোনাকালীন দুঃসময়কে উপেক্ষা করে গত ২৬ আগস্ট বিশ্বের প্রায় ৭০টি দেশের সিনেমা হলে মুক্তি দেয়া হয় ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘টেনেট’। ২০০ মিলিয়ন ডলারে নির্মিত এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৬৩ মিলিয়ন ডলার। তবে প্রযোজকদের প্রত্যাশা আরও বেশি ছিল ছবিটি নিয়ে।

‘টেনেট’ অ্যাকশন-থ্রিলার এবং স্পাই-ফাই চলচ্চিত্র। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। তার সহযোগী চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া।

অস্কারে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘টেনেট’।

Exit mobile version