Site icon চ্যানেল আই অনলাইন

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়ের দিন আজ। রায়ের সময় অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

বিবিসি জানায়, তবে রায়ের সময় বিজেপির তিনজন নেতা আদালতে উপস্থিত থাকবেন না। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায় দেখবেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে কট্টর হিন্দুত্ববাদীরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, সাবেক রাজ্যপাল ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।

মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি শেষ হয়।

অযোধ্যার সেই সহিংস ঘটনায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছিলো।

গত বছর সেই বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। আর মসজিদ নির্মাণের জন্য অন্যত্রম জমি বরাদ্দ দেয়া হয়। গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত স্থানে একটি মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

এক বছর পর বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় হতে চলেছে আজ।

Exit mobile version