Site icon চ্যানেল আই অনলাইন

এমনকি রোনালদোকে ‘হিংসা’ করবেন মেসিও

ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডের বাইরে পাঠানোর কথা বলেছিলেন ওয়েইন রুনি। পর্তুগিজ মহাতারকা সাবেক ম্যানইউ সতীর্থের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে জবাবে হিংসুক বলে মন্তব্য ছুঁড়ে আসেন। প্রতিউত্তরে রুনি বললেন, বিশ্বের সব ফুটবলারই সিআর সেভেনকে হয়ত হিংসা করে, এমনকি লিওনেল মেসিও।

ডার্বি কাউন্টি কোচ রুনি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বলেছেন, রোনালদোকে ঈর্ষা না করা অসম্ভব।

‘পৃথিবীতে এমন ফুটবলার নেই যে ক্রিস্টিয়ানোকে ঈর্ষা করে না। তার ক্যারিয়ার, অর্জিত ট্রফি, উপার্জিত টাকা, সিক্স প্যাক, সবকিছুই ঈর্ষা করার মতো। আমার মনে হয় সব ফুটবলার, এমনকি লিওনেল মেসিও তাকে ঈর্ষা করে।’

এর আগে স্কাই স্পোর্টসের ‘মান্ডে নাইট ফুটবল’ প্রোগ্রামে রোনালদোকে নিয়ে কড়া সমালোচনা করে আগুন ধরান রুনি।

‘আপনি যদি ক্লাবের ভবিষ্যতের দিকে তাকান, আগামী দুই-তিন বছরে ম্যানইউকে উপরে তুলতে আপনাকে তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড়দের নিয়ে সামনে এগোতে হবে। ক্রিস্টিয়ানোর বয়স বেড়ে যাচ্ছে। সে এখন আর ২০-এর দশকের ফুটবলার নয়। এই বাস্তবতা তাকে মানতে হবে।’

সেই আগুনে পরে ঘি ঢালেন সিআর সেভেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেড ডেভিলদের আক্রমণভাগ সামলানো সাবেক সতীর্থের কথা হজম করতে পারেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী। রুনির মন্তব্যের কয়েকঘণ্টা পরেই তার ইনস্টাগ্রাম পোস্টে হিংসুক বলে মন্তব্য করে আসেন সিআর সেভেন।

Exit mobile version