ইংলিশ ক্লাব এভারটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা রাশিয়ান বিলিয়নার আলিশের উসমানভের সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
একইসঙ্গে ইইউ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোতে তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।
উসমানভের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউএসএম হোল্ডিংস এভারটনের ট্রেনিং গ্রাউন্ড স্পনসর করে। ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের জেরেই উসমানভের সম্পদ জব্দের ঘটনা ঘটেছে।
উসমানভের নামে এভারটনের নতুন স্টেডিয়ামের নামকরণের অধিকার সংরক্ষণ করে। ইপিএলের ক্লাবটির মালিক ফরহাদ মশিরি ইউএসএম হোল্ডিংসের চেয়ারম্যান।
এদিকে, উসমানভের সম্পদ জব্দের পর এখনো স্পষ্ট নয় যে এভারটনের উপর কী প্রভাব পড়তে পারে। প্রতিক্রিয়া জানার জন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ইইউ কাউন্সিল যুক্তি দেখিয়ে বলেছে, ‘আলিশের উসমানভ একজন ক্রেমলিনপন্থী। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি “ক্রিমিয়াকে সংযুক্তিকরণ এবং ইউক্রেনের অস্থিতিশীলতার জন্য দায়ী রাশিয়ার সিদ্ধান্ত গ্রহণকারীদের সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন।’
তবে উসমানভের একজন মুখপাত্র এসব ব্যাপারে মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।








