Site icon চ্যানেল আই অনলাইন

এবার বৌদ্ধ সংখ্যালঘু নিধন করছে মিয়ানমার সেনাবাহিনী

এবার বৌদ্ধ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাখাইনে সংখ্যালঘু বৌদ্ধদের সঙ্গে যুদ্ধাপরাধ করছে সেনাবাহিনী।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে মিয়ানমার সেনাবহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সেনাবাহিনীর ‍বিরুদ্ধে অ্যামনেস্টির অভিযোগ, সেনাবাহিনী সংখ্যালঘু গেরিলাদের বিরুদ্ধে অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং গণগ্রেপ্তার চালিয়েছে।

তবে সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে ২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। তখন নির্যাতনের শিকার হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

এবার বিদ্রোহী আরাকান আর্মিদের ‘নির্মূলে’ সরকারি নির্দেশনার পর নতুন করে পশ্চিম রাখাইনে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এই অঞ্চল কয়েকটি সংখ্যালঘু গোষ্ঠীর আবাসস্থল, এর মধ্যে ব্যাপক সংখ্যায় বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে।

বুধবারের এই প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, নির্বিচার হামলায় বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটেছে। নির্যাতনে শিকার লোকজন, তাদের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অ্যামনেস্টি এই প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে তারা হামলায় ১৪ জন নিহত এবং ২৯ জনের বেশি মানুষ আহত হওয়ার নথি  সংযুক্ত করেছে।  

যদিও সেনাবাহিনী গত মাসে ছয়জনকে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, ওই ছয়জন সেনাবাহিনীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে।

তবে সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল, জ মিন তুন অ্যামনেস্টির এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Exit mobile version