Site icon চ্যানেল আই অনলাইন

এবার ছাঁটাই টটেনহ্যাম কোচ

স্প্যানিশ লিগে কদিন আগেই ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে ছাঁটাই করেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে ওলে গানার সোলশেয়ারের চাকরি ঝুলে আছে সুতোয়। বরখাস্তের লাইনে ইউরোপের শীর্ষ লিগগুলোর আরও কিছু কোচের নাম। এরমাঝেই টটেনহ্যাম হটস্পার কোচ ছাঁটাইয়ের তালিকা আরেকটু লম্বা করল।

সোমবার ৪৭ বছর বয়সী কোচ নুনো এসপ্রিতো সান্তোসকে বিদায় বলে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। নিয়োগের পাঁচ মাসেরও কম সময় তার উপর আস্থা রাখল দলটি। ডাগআউটে দাঁড়াতে পেরেছেন কেবল ১৭ ম্যাচে।

প্রিমিয়ার লিগে হটস্পারদের একেবারেই বাজে সময় যাচ্ছে। লিগে শেষ ছয় ম্যাচে চারটিতে হার। সবশেষ ম্যানইউয়ের বিপক্ষে ৩-০তে পরাজয়। আসলে কোনো ধরনের প্রতিযোগিতাতেই ছন্দে নেই স্পাররা।

টটেনহ্যাম নতুন কোচেরও আভাস দিয়ে ফেলেছে। দৌড়ে সবার আগে চেলসির সাবেক ম্যানেজার অ্যান্তনিও কন্তে। যে-ই আসুন, গত তিন বছরে তিনি হবেন স্পারদের ডাগআউটে বসতে চুক্তি ভুক্ত হওয়া চতুর্থ কোচ।

লিগ টেবিলে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টটেনহ্যাম। শীর্ষের চেলসির চেয়ে ১০ পয়েন্ট পেছনে।

Exit mobile version