Site icon চ্যানেল আই অনলাইন

এবার আইফার আসরে রাজত্ব করবেন শহিদ ও আলিয়া

বলিউডের সম্মানজনক আইফার আসর এবার বসবে কুয়ালালামপুরে।  এবারের ১৬তম আইফা অ্যাওয়ার্ডে রাজত্ব করবেন আমির অভিনীত ‘পিকে’, কঙ্গনার ‘কুইন’এবং শহিদের ‘হায়দায়’। তবে রাজত্বের বেশিরভাগ অংশ জয় করে নিবেন বিশাল ভরদ্বাজের ছবি ‘হায়দার’। 

আইফাতে এবার নয়টি ক্যাটাগরিতে মনোনীত হয়ে মনোনয়নের শীর্ষে রয়েছে ‘হায়দার’ । রাজত্ব থেকে পিছিয়ে নেই আলিয়ার ‘টু স্টেটস’। আটটি ক্যাটাগরিতে মনোনীত হয়ে হায়দায়’র পরে দ্বিতীয় অবস্থান আছে  ‘টু স্টেটস’।

এবারের আইফা’র যারা মনোনয়নের তালিকায় রয়েছেন-

সেরা ছবি: কুইন, পিকে, হায়দার, টু স্টেটস, মেরি কম, হাইওয়ে,সেরা পরিচালক: বিকাশ বহেল(কুইন), বিশাল ভরদ্বাজ(হায়দার), রাজ কুমার হিরানি(পিকে), ইমতিয়াজ আলি(হাইওয়ে)।

সেরা অভিনেতা: আমির খান(পিকে), শাহরুখ খান(হ্যাপি নিউ ইয়ার), শহিদ কাপুর(হায়দায়), অর্জুন কাপুর(টু স্টেটস) হৃতিক রোশন(ব্যাঙ্গ ব্যাঙ্গ), রনদীপ হুডা(হাইওয়ে)।

সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত(কুইন), আলিয়া ভাট(টু স্টেটস),দীপিকা পাডুকোন(হ্যাপি নিউ ইয়ার), অনুশকা শর্মা(পিকে), রানি মুখার্জি(মার্দ্দানি), প্রিয়াঙ্কা চোপড়া(মেরি কম)।

সেরা সহ অভিনেতা: রনিত রয়(টু স্টেটস), রীতেশ দেশমুখ(এক ভিলেন),কে কে মেনন(হায়দায়), রনদীপ হুডা(কিক),ইনামুল হক(ফিলিস্তান),নাসির উদ্দিন শাহ(ফাইন্ডিং ফ্যানি), সেরা সহ অভিনেত্রী: টাবু(হায়দার),অমৃতা সিং(টু স্টেটস),লিজা হেডন(কুইন), জুহি চাওলা(গুলাব গ্যাং),

সেরা প্লেব্যাক নারী: কণিকা কাপুর-বেবি ডল(রাগিনি এমএমএস টু), সুলতানা ও জ্যোতি নুরান-পটকা গুড্ডি(হাইওয়ে), শ্রেয়া ঘোষাল-সামঝাওয়াঁ(হামটি শর্মা কি দুলহানিয়া)।

সেরা প্লেব্যাক পুরুষ:অঙ্কিত তিওয়ারি-গালিয়া(একভিলেন), অরিজিৎ সিং-মুস্কুরানে(সিটিলাইটস, মিকা সিং-জুম্মে কি রাত হে(কিক), সুখকবন্দর সিং-বিসমিল(হায়দায়)।

Exit mobile version