Site icon চ্যানেল আই অনলাইন

এবারের বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছর বিজয় দিবসে ঢাকার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনসহ বিভিন্ন কারণেই এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুচকাওয়াজ ছাড়া বিজয় দিবসের অন্যান্য সব কর্মসূচি যথা নিয়মেই পালিত হবে।সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যথা নিয়মে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠান পালন করা হবে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাষ্ট্রপতি, কূটনীতিকসহ ভিআইপিরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন।

নির্বাচনসহ বিভিন্ন কারণেই এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবস বাঙালিদের উৎসব। এখানে তেমন কিছু হবে বলে মনে করি না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

Exit mobile version