Site icon চ্যানেল আই অনলাইন

এগোচ্ছে বড়রা, পিছলে পড়ছে ম্যানসিটি

গত ম্যাচে লিগের নীচের সারির দল ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠে হার। সেই হারের রেশ কাটতে না কাটতেই আবারও হারল ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার অ্যাওয়ে ম্যাচে লেস্টার সিটির কাছে। বক্সিং-ডেতে প্রথমে এগিয়ে গিয়েও সিটিজেনরা হেরেছে ২-১ গোলে।

গত ম্যাচে চেলসিকে হারিয়েছিল লেস্টার। এবার ঘরের মাঠে সিটি বধ করেছে তারা। তাতে জমে গেছে লিগের লড়াইও।

লেস্টারে হেরে শীর্ষে থাকা লিভারপুলের হতে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল গার্দিওলার শিষ্যরা। যারা ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে নিউক্যাসলকে। এক হালি গোলে জেতা ম্যাচে গোল পেয়েছেন সালাহ, লভরেন, ফ্যাবিনহো ও শাকিরি। এই জয়ে লিগে এখনো অপরাজিত থাকল লিভারপুল। ১৯ ম্যাচে ৫১ পয়েন্ট।

সিটির হারে লাভ হয়েছে টটেনহ্যাম হটস্পারের। ঘরের মাঠে তারা বোর্নমাউথকে গোলের মালা পড়িয়েছে। ৫-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন সন হিউন মিন। গোল করেছেন হ্যারি কেন, লুকাস মৌরা ও ক্রিস্টিয়ান এরিকসেন। তাতে লিগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। যেখানে সমসংখ্যক ম্যাচে সিটির পয়েন্ট ৪৪।

অন্যদিকে প্রথম চারের লড়াইয়ে কিছুটা ধাক্কা খেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ১-১ গোলে ড্র করেছে গানাররা। ১৯ ম্যাচে তাদের ৩৮ পয়েন্ট।

অ্যাওয়ে ম্যাচে ওয়াটফোর্ডেকে হারিয়ে ফের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। এডেন হ্যাজার্ডে জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে ব্লুজরা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট।

গার্দিওলার যখন চিন্তার মুখ, তখন হাসছেন ম্যানইউ কোচ ওলে গানার সুলশেয়ারের। কারণ জয় পেয়েছে ম্যানইউ। ঘরের মাঠে তারা হারিয়েছে হার্ডার্সফিল্ডকে। ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন হোসে মরিনহোর জমানায় বেকায়দায় থাকা পল পগবা।

Exit mobile version