চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো আছে সেই ভূত!

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
11:46 am 12, March 2017
বিনোদন
A A
নিপুণ ও সজল

নিপুণ ও সজল

Advertisements

‘ভূত সেজে অনেক বিরক্ত করেছি নিপুণকে। তাকে রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছিলাম।’ আর নিপুণ বলেন, ‘ভয় তো একটু পেয়েছিলাম, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। অনেক মজা করেছিলাম নাটকটির শুটিংয়ে।’ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন এ দুই অভিনয়শিল্পী। অনুষ্ঠান শেষে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আড্ডা হলো এই দুই অভিনশিল্পীর।

সজল বলেন, পার্থ সরকারের পরিচালনায় নাটকটির নাম ছিল ‘নূপুর’। শুটিং হয়েছে অনেক দিন আগে। প্রচারও হয়ে গেছে। গল্প শেষ হয় কিন্তু তার রেশ শেষ হয় না। যেটা বলছিলাম, নাটকটির জন্য ভূতুরে পরিবেশ তৈরি করা হয়। কিন্তু ভূতের চরিত্রটা করতে গিয়ে আমি নিজেও ভয় পেয়েছিলাম। এই নাটকের কাজ শেষ অনেক আগে। এখন আবার আমি আর নিপুণ একসঙ্গে কাজ করতে যাচ্ছি। নিপুণকে দেখে (তার দিকে তাকিয়ে) মনে পড়ছে সেই নাটকের কথা আর শুধুই হাসি পাচ্ছে। কী মজাটাই না করেছি তখন।

সজল

‘সত্যি কথা, দারুণ মজা করেছি আমরা!’ নিপুণের চটপট জবাব। এরপর একটু সময় নিয়ে তিনি বললেন, সজলের সঙ্গে আমার রসায়নটা মিলেছিল বেশ। আমরা আবার একসঙ্গে হয়েছি তবে নাটকে নয় একটি রিয়েলিটি শোয়ের প্রধান বিচারক হিসেবে।

প্রধান বিচারক হওয়ার ব্যাপারটি নিয়ে সজল  বলেন, আরটিভির নতুন রিয়েলটি শো ‘ক্যাম্পাস স্টার’–এ আমি, নিপুণ আর কনা প্রধান বিচারক হিসেবে আছি। এটি শিগগিরই টিভিতে প্রচারিত হবে।

নিপুণ

কেমন লাগছে বিচারকের আসনে নিজেকে দেখতে? নিপুণ বলেন, আমি এর আগে ‘হা শো’ নামের একটি রিয়েলিটি শোর বিচারক হয়েছিলাম। ফলে নার্ভাসনেস কাজ করছে কম। কিন্তু মানুষের যোগ্যতার বিচার করা তো আর সহজ কাজ নয়, সেটাই এখন করতে হবে।

‘প্রথমবার কোনো রিয়েলিটি শোর বিচারক হলাম। একটু তো নার্ভাসনেস কাজ করছেই। আমি তো নিজেই নিজের কাজের বড় সমালোচক। সেখানে আরেকজনের কাজের ভালো-মন্দ বিচার করতে হবে। এটা আমার জন্য একটু কঠিনই বটে। তবে আশা করছি, কাজটা ভালোভাবেই পালন করতে পারব।’ বললেন সজল।

কাজের ব্যস্ততা নিয়ে নিপুণ বলেন, ‘এই মুহর্তে কোনো নাটক কিংবা ছবির কাজ করছি না। আমি এখন নিজের ব্যবসার কাজ নিয়ে একটৃু ব্যস্ত, তাই কিছুদিন অভিনয় থেকে দূরে থাকব। তবে রিয়েলিটি শোয়ে সময় দেব।’

সজল বললেন, আমি তো একঘণ্টার নাটকে অভিনয় করি। গত কয়েকমাসে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। এর মধ্যে ‘মইষাল’ নাটকটি আমার জন্য অনেক স্পেশাল ছিল। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। এখানে অভিনয় করতে গিয়ে প্রচুর কষ্ট করেছি। এমন একটা চরে শুটিং করেছি, যেখানে যাওয়া-আসা খুবই কঠিন। যাতায়াতের বাহন মহিষের গাড়ি। আর শুটিং করতে গিয়ে এমনও হয়েছে, আমরা দুপুরে শুধু মুড়ি খেয়ে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে।’

এরপর বললৈন, হাতে আরও কয়েকটি নাটক আছে, যেগুলোর শুটিং হবে খুব শিগগিরই। এর মধ্যে রুলীন রহমান, মুরাদ পারভেজ, মাহমুদ দিদারসহ কয়েকজন নির্মাতার নাটক। একটি ছবির কাজ চলছে। বদিউল আলম খোকনের এই ছবির নাম ‘হারজিৎ’। ছবিটি সম্পুর্ণ বাণিজ্যিক। এতে আমার বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি।

নিপুণ ও সজল

একজনের চোখে অন্যজনের অভিনয়। নিপুণ সজলের দিকে মুচকি হেসে বললেন, ‘সজল একটু ফিল্মিক। নাটকে যখন সে অভিনয় করে, তার এক্সপ্রেশন অনেক সপ্রতিভ থাকে। যা আমাদের ছবির জন্য জরুরী। আমার তো সজলের অভিনয় অনেক ভালো লাগে। আমি মনে করি, চলচ্চিত্রেই তার ক্যারিয়ার গড়্ উচিত। তার যে অভিনয় প্যাটার্ন, সেটা কাজে লাগিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে পারবে সে।

আর সজল বললেন, নিপুণের অভিনয় এমনিতেই অনেক ভালো লাগে।  সে কতো ভালো অভিনয়শিল্পী, তা একটি নাটকে একসঙ্গে অভিনয় করে টের পেয়েছি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

আলোকচিত্রী : জাকির সবুজ

ট্যাগ: নিপুণসজল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার পরিচালক আরফান

পরবর্তী

সুন্দর চুলের জন্য দারুণ সব খাবার

পরবর্তী

সুন্দর চুলের জন্য দারুণ সব খাবার

তুর্কি গণভোটের র‌্যালি নিয়ে মুখোমুখি অবস্থানে নেদারল্যান্ডস-তুরস্ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চানখারপুলে ছয় হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

January 20, 2026
ছবি: সংগৃহীত

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ

January 20, 2026
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে সর্বোচ্চে পৌঁছাল সোনার দাম, বেড়েছে রুপার দামও

January 20, 2026
ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠাল ডেনমার্ক, ট্রাম্পকে ঘিরে উত্তেজনা

January 20, 2026
ছবি: সংগৃহীত

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version