Site icon চ্যানেল আই অনলাইন

এখনও হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মেনে নেননি। ট্রাম্প গোষ্ঠীর সদস্যরা বলেছেন: বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য আইনী লড়াই তো সবেমাত্র শুরু। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলেহ ম্যাকইনান সংবাদ সম্মেলনে বলেন: নির্বাচন এখনও শেষ হয়নি। অনেক দেরি আছে।

তিনি নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন, যদিও ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন কোনো পদ্ধতিগত জালিয়াতির প্রমাণ প্রকাশিত হয়নি।

ট্রাম্পের প্রচারণা সংস্থা সোমবার পেনসিলভানিয়ার ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করে। সেখানে রাজ্যে বাইডেনের বিজয় ঘোষণা করা থেকে বিরত রাখার জরুরি আদেশ চাওয়া হয়। রাজ্যের অ্যাটর্নি জেনারেল জোশ শাপিরো মামলাটিকে ‘যোগ্যতাহীন’ বলে অভিহিত করেছিলেন।

এরই মধ্যে সোমবার মার্কিন নির্বাচনে ‘অভাবনীয়’ এবং ‘অবৈধ’ ক্রিয়াকলাপের অসমর্থিত দাবী তুলে ট্রাম্প আবারও টুইট করেছেন। জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও আলাস্কাতে এখনও ভোটগণনা চলছে।

Exit mobile version