Site icon চ্যানেল আই অনলাইন

‘একাত্তরের পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে’

একাত্তরের পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন: ব্রাহ্মণবাড়িয়ায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা বিশ্বাস করা যায় না। ৭১ আর এখনকার ধ্বংসযজ্ঞ একই চরিত্রের। স্বাধীনতার পরাজিত শত্রুরাই এটি করেছে।

আজ বিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্পকলা একাডেমী ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন: ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছি, দ্রুত পুঃননির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমী ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন সরকারি দপ্তর ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়।

Exit mobile version