Site icon চ্যানেল আই অনলাইন

‘একলা চলো’ নীতির কারণে করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ: ফখরুল

‘একলা চলো‘ নীতির কারণে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে করোনাভাইরাস অদৃশ্য শত্রু। যার কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বের সমস্ত বিজ্ঞানী ও গবেষণা কাজে আসছে না। সবার অহংকার পানির সাথে মিশে গেছে। দেশের সরকার এই মহামারী মোকাবিলায় ঐক্যবদ্ধ চেষ্টা চালায়নি। আমরা অনেক অনুরোধ করার পরও তারা শোনেনি। একলা চলো নীতির কারণে তারা আজ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

তবে মির্জা ফখরুলের বিশ্বাস, তবুও করোনার বিরুদ্ধে সারাবিশ্বের মানুষ জিতবে। মানুষের কল্যাণ হবে।

এই অনুষ্ঠানে  সাংবাদিকদের জন্য প্রণোদনার দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল।

ঈদ উপহার প্রদানের সূচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে দেশে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার বেশকিছু পরিবারের সদস্য ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version