Site icon চ্যানেল আই অনলাইন

একদিনে সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৪ লাখের মতো মানুষের। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, একদিন আগেও যেখানে ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে তা কমে ৬ হাজারে নেমেছে। যুক্তরাষ্ট্রেও একদিনে করোনার মৃত্যু কমে ৪৮৪ জন এবং আক্রান্ত হয়েছে ২৮ হাজারের ওপরে। অন্যদিকে একদিনের সবচেয়ে বেশি মৃত্যু রাশিয়ায়। দেশটিতে এখনও মৃত্যু এবং আক্রান্ত বাড়ছে। ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত্যু ১ হাজার ৭৫ জন, আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৬৮ জন। ভারতে মৃত্যু ৫৫৯, ব্রাজিলে ৩৯৮, রোমানিয়াতে ৪৩৭, ইউক্রেনে ৪৮৫ জন।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪১ লাখ ৭ হাজার ৬৪৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯১৫ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৭৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৫৯২ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫৬ হাজার ২০৬ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৮৪৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ৩০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Exit mobile version