চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাস্কের ব্যবসায় নেমে ট্রলের শিকার সালমান

করোনা প্রকোপের শুরুর দিকে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছিলেন সালমান খানের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’। এবার এই প্রতিষ্ঠানটি নিয়ে এলো মাস্ক। শুক্রবার মাস্ক পরা একটি ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করে সেই খবর জানিয়েছেন সালমান।

টুইটারে সালমান ‘বিয়িং হিউম্যান’-এর তৈরি মাস্ক পরা ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং আজ মাস্ক নিয়ে এলো। এখন একটাই কাজ, পরুন আর পরিয়ে দিন। একটা মাস্ক কিনলে আরেকটি মাস্ক বিনামূল্যে দেয়া হবে, যেটা আপনি কাউকে দিতে পারবেন। পরিচিত বা অপরিচিত কারও সঙ্গে বাইরে বের হলেই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

সালমানের এই পোস্টের পরে অবশ্য তাকে নিয়ে ট্রলের হিড়িক পড়ে গিয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘১০ রুপির সাহায্য করে সেটা ১০০০ রুপি দিয়ে প্রচারণা চালানো হয়। নিজের কুকর্ম ঢাকার জন্য সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, মিডিয়া এবং আরও অনেক যায়গায় এই প্রচারণা চালানো হবে। আগেও তিনি এই কাজ করেছেন ফুটপাতে মানুষের উপর গাড়ি উঠিয়ে দিয়ে এবং হরিণ স্বীকার করে।’

আরেকজন মন্তব্য করেছেন, “আপনি কি নিশ্চিত যে আপনি এখনও ‘হিউম্যান’ আছেন? এত বছর ধরে তো মুখোশই পরে আছেন।”

সর্বোচ্চ করোনা আক্রান্তের দিক থেকে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় ব্রাজিল।