Site icon চ্যানেল আই অনলাইন

একটি ফোন ফিরে পাওয়ার গল্প

মোবাইল ফোন হারানোর পর কয়েকঘণ্টা পর ফিরে পাওয়া খুব আনন্দের ব্যাপার।  ফোন গাড়িতে ফেলে আসার পর ফোন ফেরত পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মঈনুল আহসান সাবের।

তিনি তার ফেসবুকে লিখেছেন: কাল সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এর সান্তুরে কোলকাতার বন্ধু মোনালিসার দাওয়াত ছিল। কেয়া সকালে গাড়ি নিয়ে বেরিয়েছে, ফিরতে রাত হবে। আমাকে উবার ডাকতে হলো। সান্তুরে পৌঁছে আধাঘন্টা পর টের পেলাম একটা ফোন হারিয়েছি। বড় ধরনের চক্কর খেল মাথা। ফোন হারানো মানে বিশাল ঝামেলা। নাম্বারে কল করা হলো দুবার। খোলা আছে। এবার ফোন করলাম চালককে। জানালেন, তিনি গাড়ি গ্যারাজে তুলে বাড়ি ফিরে গেছেন। বললেন, কাল সকালে দেখব স্যার, …আর যদি বের হই এখন, গাড়িতে খুঁজব। আমি শুক্রাবাদেই থাকি।

আধাঘন্টা পর চালকের ফোন, ফোনসেট তিনি পেয়েছেন গাড়ির ব্যাকসিটে। এখন কোথায় পৌঁছে দেবেন? কথামতো কিছুক্ষণ পর এলেন সান্তুরে। ফোনটা দিলেন। আমি খুব বড় স্বস্তির শ্বাস ফেললাম। এ ব্যাপারটা স্বাভাবিক। চালক তার গাড়িতে কিছু পেলে ফেরত দেবেন, এরমধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমরা, আমাদের চারপাশ, এই স্বাভাবিক ব্যাপারগুলো অতিমাত্রায় অস্বাভাবিক করে তুলেছি। তাই এমন কিছু যখন ঘটে, বিস্মিত হই আপ্লুত হই। আমিও হয়েছি গতরাতে। আরো যারা ছিলেন, তারাও হয়েছেন।

স্যালুট জানাই, চালক সেলিমকে। সততা ও নৈতিকতা বেঁচে থাক। তার ফোন নাম্বার +8801716666441। ইচ্ছে হলে কেউ ধন্যবাদ জানাতে পারেন। ( একটা লস হয়েছে। ফোন ফিরে পাওয়ার পর সৈয়দ মনজুরুল ইসলাম ভাই বললেন, সাবের, আমরা ভাবছিলাম তোমাকে নতুন একটা ফোন কিনে দেব …।)

Exit mobile version