টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যে কোনো ধরণের উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন নতুন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। কোনো বেসরকারি কোম্পানি যেনো ফুল নিয়েও আসতে না পারে সে ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার শপথ নিলেও পরদিন শবে কদরের ছুটির কারণে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে প্রথম অফিস করে তিনি বলেছেন, কোনোভাবেই তার মন্ত্রণালয়ে দুর্নীতি প্রবেশ করতে দেয়া হবে না।
সেসময় মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে ৯০ দিনের কর্মসূচি নেওয়ার কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, দেশের অর্থ দেশে রাখতে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটককে আরো শক্তিশালী করা হবে। আর এই অর্থ দেশের উন্নয়নে কাজে লাগানোর কথা জানান তিনি।
সদ্য দায়িত্ব পাওয়া টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানির কাছে যে বকেয়া রয়েছে তা আদায়ে কঠোর হবে মন্ত্রণালয়। একই সঙ্গে ডাক বিভাগকে আরো আধুনিক করার কথাও জানান তিনি।
তারানা হালিম বলেন, এ সেক্টরে তিনি নতুন হলেও তার দক্ষতা দিয়ে তিনি কাজ করে যাবেন।
বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে অভিনয় জগতে এসে পরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তারানা হালিম মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। চ্যানেল আইয়ে মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান ‘জীবন যেখানে যেমন’ পরিচালনা করেন তিনি।
নিজেকে তাই গণমাধ্যমের মানুষ হিসেবে উল্লেখ করে দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতা চান নতুন প্রতিমন্ত্রী।
পরে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারানা হালিম।






