Site icon চ্যানেল আই অনলাইন

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

ফাইল ছবি

তফসিল অনুযায়ী শুক্রবার সকাল ৮ টায় শেষ হয়েছে প্রচার-প্রচারণা। কক্সবাজারে রয়েছে চারটি সংসদীয় আসন। প্রচার প্রচারণা শেষে এখন প্রশাসনিক কাজ চলছে চারটি সংসদীয় আসনে।

চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মাঠে রয়েছে মাত্র ১২ জন। তবে মূল প্রতিদ্বন্দ্বীতা রয়েছে মহাজোট আর জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীরা। কক্সবাজারের চারটি আসনই টহল শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলছে পুলিশ বিজিবি আর সেনা টহল।

ইতিমধ্যেই নির্বাচনী ব্যালট পেপার আর বক্স চলে গেছে উপজেলা পর্যায়ে। জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ জানিয়েছেন, এসব ব্যালেটবক্স আগামীকাল উপজেলা থেকে কেন্দ্রে সরবরাহ করা হবে।

কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, ২ হাজার ২১ জন বিজিবি সদস্য, ৪০০ সেনাসদস্য ১১৬ জন কোস্টগার্ড, ৪৫ জন ম্যাজিস্ট্রেট এবং ২ কোম্পানি র‍্যাপিড একশন ব্যাটালিয়ন সদস্য কক্সবাজারের নির্বাচনে দায়িত্ব পালন করছে। এসব বাহিনীর সদস্যরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে।

রিটার্নিং অফিসার আরও জানিয়েছেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফের শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালীর জন্য তিনি যে হেলিকপ্টার সরবরাহ চেয়েছিলেন তা হয়তো বরাদ্দ পাওয়া যেতে পারে।

কক্সবাজারের চারটি আসনে ১৩ লাখ ৬৮ হাজার ৮২ জন ভোটার ৭১ ইউনিয়নের ৫১৩ টি ভোটকেন্দ্রে ৩০ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সে মতে কাজ চলছে।

Exit mobile version