Site icon চ্যানেল আই অনলাইন

উগান্ডায় পাহাড়ি অঞ্চলে ভূমিধসে নিহত ৪০

টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে উগান্ডার পূর্বাঞ্চলের মাউন্ট এলগোনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে,  ভূমিধস ও ভারি বর্ষণে মানুষ, বন্য পশু সব ভেসে গেছে। এরই মধ্যে উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করতে শুরু করেছে।

উগান্ডার দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মার্টিন অয়োর জানান, সেখানে বুডুডা জেলার একটি পাহাড়ি অঞ্চলে বৃহস্পতিবার এই ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসোভেনি এক টুইট বার্তায় বলেন, ভূমিধসে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, উগান্ডার সরকার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্যোগ মোকাবেলায় এরই মধ্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

রেড ক্রস মুখপাত্র ইরিনা নাকাসাতি বলেছে, প্রাথমিক অবস্থায় ৪০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করতে পারলেও হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

এর আগে  ২০১০ সালে বুডুডায় বন উজাড় ও কৃষিকাজ ভূমি ধসের কারণে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

Exit mobile version