Site icon চ্যানেল আই অনলাইন

উইম্বলডনের সেমিতে ফেদেরার-নাদাল রোমাঞ্চ

সবশেষ ২০০৮ সালে রজার ফেদেরার বনাম রাফায়েল নাদালের ধুন্ধুমার লড়াই দেখেছিল উইম্বলডন। সেবার মহাকাব্যিক এক লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছ থেকে গ্র্যান্ড স্লাম কেড়ে নেন নাদাল। পরে কেটে গেছে ১১টি বছর। বাকি তিন গ্র্যান্ড স্লামে একাধিকবার মুখোমুখি হলেও এই মহারথীদ্বয়ের লড়াই দেখার সৌভাগ্য বঞ্চিত ছিল উইম্বলডন। সেই অপেক্ষা ফুরোচ্ছে। আবারও ঘাসের কোর্টে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ফেদেরার-নাদাল।

শুক্রবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবেন ফেদেরার ও নাদাল। ঘাসের কোর্টে এটি দুজনের তৃতীয় লড়াই আর সবমিলিয়ে ৪০তম। সেমির পথে জাপানি কেই নিশিকোরিকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ৮বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। আর মার্কিন স্যাম কুয়েরি ৭-৫, ৬-২, ৬-২ সেটে পাত্তাই পাননি দুবারের চ্যাম্পিয়ন নাদালের কাছে।

এনিয়ে উইম্বলডনে ১৩ ও সবমিলিয়ে ৪৫বারের মতো গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল খেলতে নামবেন সুইস কিংবদন্তি ফেদেরার। আর স্প্যানিশ নাদালের এটি সপ্তম ও সবমিলিয়ে ৩২তম গ্র্যান্ড স্লাম সেমি।

আরেক সেমিতে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও স্পেনের ২৩তম বাছাই রবের্তো বাতিস্তা। এরআগে দুবার রবের্তোর মুখোমুখি হয়েছেন সার্বিয়ান জোকোভিচ, হেরেছেন প্রতিবারই।

Exit mobile version