চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের রাতে রাবেয়া খাতুনের গল্পে ‘শহরের শেষ বাড়ি’

চ্যানেল আইয়ে ‘শহরের শেষ বাড়ি’ নাটকটি দেখানো হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে

খ্যাতিমান সাহিত্যিক রাবেয়া খাতুন প্রয়াত হয়েছেন চলতি বছরের জানুয়ারিতে। কিন্তু তার সাহিত্যকর্ম আছে, থাকবে। সেই সাহিত্যকর্মের ভাণ্ডার অতীতের মতো ভবিষ্যতেও নির্মিত হবে নাটক, সিনেমা।

তারই ধারাবাহিকতায় আসছে ঈদে এই সাহিত্যিকের গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শহরের শেষ বাড়ি’। যা নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শারিয়ার। এতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।

পুরনো প্রতিটা বাড়িরই বিচিত্র রকম গল্প থাকে। সেসব গল্প থেকে যায় সকলের অজানা। একসময়ের শহরতলীর শেষ বাড়িটার চারপাশেই এখন বড় বড় অট্টালিকা। কিন্তু পুরনো এক একটা বাড়ি বিচিত্র রকমের ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনি একটা বাড়ির গল্প, শহরের শেষ বাড়ি।

চ্যানেল আইতে নাটকটি দেখানো হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।