চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদকে ঘিরে নতুন রূপে কুমিল্লার খাদি

উনিশ শতকের শেষের দিক থেকে কুমিল্লার ঐতিহ্যের সাথে মিশে আছে খাদি বা খদ্দর। ঈদকে সামনে রেখে কুমিল্লার এই ঐতিহ্যবাহী খাদির চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এবার বাজারে এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক। দেশ-বিদেশ থেকে খুচরা-পাইকরি এবং ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত এখন কুমিল্লার খাদি বাজারে।

যারা ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যকে যুক্ত করতে চান তাদের জন্য ঈদে প্রথম পছন্দ খাদির পোশাক। খাদির জেলা কুমিল্লায় এরই মধ্যে ঐতিহ্যবাহী এসব পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা ও ব্যবসায়ীদের চাহিদায় কথা মাথায় রেখে তৈরি এসব পোশাক যাচ্ছে সারাদেশের বাজারে।

ব্যবসায়ীরা বলছেন, খাদি পোশাকের দাম কম। তবে ঈদ এলেই এর চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। এবার ঈদে খাদির ঐতিহ্য ছড়িয়ে দিতে এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক। দাম নাগালের মধ্যেই।

ঐতিহ্যবাহী খাদির প্রসার ঘটেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তবে আধুনিক টেক্সটাইল ও শিল্পের প্রভাবে সারাবছর চাহিদা কম থাকালেও পহেলা বৈশাখ আর ঈদের অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা।

বিস্তারিত দেখুন আবুল কাশেমের ভিডিও রিপোর্টে