Site icon চ্যানেল আই অনলাইন

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

এক বছর আগে প্রায় ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিক মো. সরদার হোসেন (২৬) নামে এক রোহিঙ্গাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ আদালতে (প্রথম) বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সরদার হোসেন মিয়ানমারের মংডু জেলার প্রাং প্রু পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ নভেম্বর ৮৩ হাজার ৯৩০ পিস ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে আটক হয় সরদার হোসেন।

ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ আদালত (প্রথম)’র সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version