Site icon চ্যানেল আই অনলাইন

ইলিউশিন-৭৬ এ চড়ে আসলো ইয়াক-১৩০

ইলিউশিন বিমানে চড়ে বাংলাদেশে আসলো বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে কেনা সর্বাধুনিক কমব্যাট
ট্রেইনার এয়ারক্রাফট ইয়াকোলেভ ইয়াক-১৩০’র প্রথম চালান।

স্টেট অব দ্যা আর্ট ইয়াক-১৩০-এর চট্টগ্রাম পর্যন্ত আসার খবর জানিয়েছে সরকারি সূত্র।

ইলউশিন-৭৬
এ করে প্রশিক্ষণ-কাম-জঙ্গি বিমানগুলো রাশিয়া থেকে বাংলাদেশে আনা হয়। বিমান
বাহিনীর ‘আনঅফিশিয়াল’ ফেসবুক পেজে ইয়াকের চট্টগ্রামে পৌঁছানোর খবরসহ ইয়াক
বহন করা ইলিউশিনের ছবি পোস্ট করা হয়েছে।

বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যে ১৬টি ইয়াক-১৩০ কিনছে এই ছয়টি তার প্রথম চালান। বাকি ১০টি আগামী বছর নাগাদ সরবরাহ করা হবে।

ইয়াক-১৩০ একইসঙ্গে প্রশিক্ষণ এবং শত্রুর স্থাপনায় আক্রমণের কাজে ব্যবহার করা যায়। 

বিমান
সেনাদের এই জঙ্গি বিমানটি পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণের সুবিধা দেবে।
বিমানটি অত্যন্ত নিরাপদ হিসেবেও বিবেচিত। হাজার হাজার উড্ডয়নে এখন পর্যন্ত
দুর্ঘটনা ঘটেছে মাত্র তিনটি। তিন ক্ষেত্রেই দুইজন করে ছয়জন পাইলট
এয়ারক্রাফট থেকে বের হয়ে আসতে পারেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

ককপিটে
দুইজন পাইলটকে বহন করা দ্বৈত ইঞ্জিনের ইয়াক-১৩০ অন-বোর্ড স্বয়ংক্রিয়
নিরাপত্তা ব্যবস্থাসহ আকাশে অন্য এয়ারক্রাফটে এবং আকাশ থেকে মাটিতে মিসাইল
এবং বোমা হামলায় সক্ষম।

Exit mobile version