Site icon চ্যানেল আই অনলাইন

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে। রোববার  স্থানীয় সময় রাতে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানান শহরটিতে কর্মরত সাংবাদিকরা।

ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির প্রাক্কালে এমন হামলার খবর সামনে এলো।

রকেট হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন দূতাবাসের সি-র‍্যাম রকেট ডিফেন্স সিস্টেম চালুরও আভাস পেয়েছেন সংবাদকর্মীরা।

ঘটনার পরে ইরাকি সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়, এ হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন দূতাবাসের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ৩টি রকেট ভূপাতিত হয়েছে। আর অন্য দুটি রকেট আঘাত হেনেছে পার্শ্ববর্তী আবাসিক এলাকায়। ওই আবাসিক এলাকার ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা।

তবে কারা ওই হামলার চালিয়েছে তা এখনো জানা না গেলেও, ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ওই হামলার জন্য দায়ী।

হামলার নিন্দা জানিয়ে ইরাকের রাজনৈতিক ও সরকারী নেতাদেরকে এই ধরনের আক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নেয়া এবং দোষীদের শাস্তির আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

গত বছরও একাধিক ইরাকি স্থাপনা ও বাড়িকে লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালানো হয়। পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ হামলার জন্য বরাবরই ইরানপন্থী উগ্রবাদীদের দায়ী করে আসছে।

Exit mobile version