চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইমরান খানকেও পাশে পেলেন আমির

ওয়াসিম আকরামের পর এবার ইমরান খানকেও পাশে পেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সোমবার এক টক শোতে আমির ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন ইমরান খান। এর আগে আমিরকে দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেন সুইং মাস্টার ওয়াসিম আকরাম।

ইমরান খানের মত, আমিরকে এখনই দলে ফিরিয়ে আনা উচিত। তার বরং দুঃখ হচ্ছে আমির-বিরোধী শিবিরের কথা ভেবে। আর আকরাম বলেছেন, ‘এই মুহূর্তে আমিরই দেশের সেরা বোলার।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কিংবদন্তি ইমরান খান জানান, জাতীয় দলের স্বার্থেই আমিরকে ফের দেশের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘১৯ বছরের একটা বাচ্চা ছেলে কিছু ভুল করতেই পারে। আমিরও সেই ভুল করেছে। কিন্তু ও যে তার জন্য কতটা অনুতপ্ত, সেটাও বিচার করা দরকার। আমি চাই ও অতীতকে মুছে ফেলে মাঠে নেমে দুর্দান্ত ক্রিকেট উপহার দিক।’

রোববার জাতীয় দলের দলের ক্যাম্পে সতীর্থদের কাছে তাকে আরো একবার খেলার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন আমির। সেই সময় তিনি কেঁদেও ফেলেন। তার পরেই সতীর্থরা দূরত্ব সরিয়ে দিয়ে তাকে বুকে টেনে নেন।

ইমরান সেই প্রসঙ্গে বলেন, ‘কুখ্যাত অপরাধীরা এই দেশটাকে এখন নিয়ন্ত্রণ করছে। সেখানে কেউ অপরাধ করলে আমি মনে করি তাকে নিজের ভুল শুধরে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত।’

বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরো বলেন, ‘আমি মনে করি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসকদের আমিরের পাশে দাঁড়ানো দরকার। মনে রাখা দরকার যে, আমির পাকিস্তান ক্রিকেটের এক সেরা প্রতিভা। ও যা অপরাধ করেছে তার শাস্তি ভোগও করেছে। এবার আমিরের অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি, আমির ফিরলে এই দলের  বোলিং শক্তি আরো সমৃদ্ধ হবে।’