প্রাথমিক দলে থাকলেও শুরুতে মূল দলে জায়গা হয়নি সোহেল রানার। কিন্তু দল ঘোষণার রাতেই আবাহনীর মিডফিল্ডার জানতে পারলেন ইমন মাহমুদের চোটে কপাল খুলেছে তার। বুধবার রানাকে নিয়েই কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নমপেনে খেলতে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে। র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে লাল-সবুজের দল।
সোমবার শেখ রাসেলের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পান ইমন মাহমুদ। বসুন্ধরা কিংসের মিডফিল্ডারের বিকল্প হিসেবে জায়গা মিলল আবাহনীতে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া সোহেল রানার।







