ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবগুলোর খেলা শেষ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, লা লিগা, সিরি আ এবং এরিডিভিসি শেষে নির্ধারিত হয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কারা। একই সাথে নির্ধারিত হয়েছে ইউরোপা লিগে খেলবে কারা এবং কাদের লিগ থেকে অবনমন হয়ে গেল।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পেয়েছে ছয়টি দল। লিগ চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল, রানার্সআপ হয়ে আর্সেনাল আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে। লিগে তলানির দিকে থাকলেও ইউরোপা লিগ জেতায় চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে টটেনহ্যামের। আর প্রিমিয়ার পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসল।
আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেললেও সামনের মৌসুমে ইউরোপা লিগে খেলতে হবে অ্যাস্টন ভিলাকে। লিগ থেকে অবনবম হয়েছে লেস্টার সিটি, ইপসউইচ টাউন এবং সাউদাম্পটনের। অবনমন থেকে কোনোমতে বেঁচে যাওয়া ১৭তম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।
স্প্যানিশ লা লিগার সবগুলো ম্যাচও শেষ হয়েছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রানার্সআপ রিযাল মাদ্রিদ। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক ক্লাব ও ভিয়ারিয়াল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
লা লিগা থেকে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে রিয়াল বেটিস ও সেল্টা ভিগো। এছাড়া আটে থাকা রায়ো ভায়েকানো উয়েফা কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়েছে। লা লিগা থেকে অবনমন হয়েছে লেগানেস, লাস পালমাস এবং ভায়াদোলিদের।









