Site icon চ্যানেল আই অনলাইন

ইউটিউবে ‘হরিবোল’ এর থিম সং

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউটিউবে এল মুক্তি প্রতীক্ষিত ছবি ‘হরিবোল’ এর থিম সং। ‘জি-সিরিজ ও অগ্নিবীণা’ মিউজিক হাউজের ইউটিউব চ্যানেলে থিম সংটি শুনতে পারবেন শ্রোতা দর্শক।

আনিসুজ্জামান নিবেদিত ও বলেশ্বর ফিল্মস প্রযোজিত ‘হরিবোল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজা ঘটক।

‘বন্ধু এ মনে ভয় কাটে’ নামের ‘হরিবোল’ থিম সংটির গীতিকার, সুরকার ও মিউজিক ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ অংশুমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন অংশুমান (লিড ভোকাল), অর্পিতা, সিঞ্জিনী, অরুন্ধতি ও অনিমেষ (সহশিল্পী)।

‘হরিবোল’ থিম সংটি প্রকাশের সাথে সাথেই প্রশংসা পাচ্ছে শ্রোতা-দর্শকদের কাছে।

গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে এরআগে নির্মাতা রেজা ঘটক বলেছিলেন, বাংলাদেশ, ভারত ও নেপালের দুর্গোৎসবকে রাঙানোর পাশাপাশি সারা বিশ্বের সংগীত শ্রোতাদের জন্য ‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলো নতুন মাত্রা যোগ করবে। ‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলোতে আবহমান বাংলার ফোক-সংগীতকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে, যা লাখ লাখ শ্রোতাদের হৃদয় জয় করবে।

‘হরিবোল’ চলচ্চিত্রে একটি সংখ্যালঘু মতুয়া পরিবারের চিত্র দেখানো হয়েছে। পাশাপাশি সিনেমায় মুক্তিযুদ্ধের সময়কার একজন বীরাঙ্গনার গল্পও প্যারালালি বলা হয় বলে জানান নির্মাতা রেজা ঘটক।

২০১৯ সালের ১০ ডিসেম্বর ‘হরিবোল’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও এখনও ছবিটির ছাড়পত্র মেলেনি।

Exit mobile version