অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বৈঠক শেষে বিস্তারিত সংবাদমাধ্যমে জানানোর কথা রয়ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন।
এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়াও খোলামেলা আলোচনা হবে বাংলাদেশ –যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে।









