টস জিতে বোলিং নেয়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনে পেস নির্ভর আক্রমণ সাজিয়ে উইকেট বের করতে পারেননি মুশফিক। দ্বিতীয় সেশনের শেষ দিকে সেই অপেক্ষার অবসান হয়েছে। শুভাশিস রায়ের কল্যাণে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।
তার আগে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। প্রথম সেশনে ২৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১২৬। দ্বিতীয় সেশন শেষে সেটা ২৫৬/১। ১২ বছর ধরে দুই শতাধিক রানের ওপেনিং জুটি দেখে না সাউথ আফ্রিকা। সবশেষ ২০০৫ সালে স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স ওপেনিংয়ে দুইশ পার করেনে।
ওয়ানডে স্টাইলে খেলতে খেলতে এলগার প্রথমে শতকে পৌঁছান, ১১৬ বলে। এই সমেয় চার হাঁকান ১৭টি! এরপর মার্করাম ১৪১ বলে শতক স্পর্শ করেন। তিনি চার মারেন ১৬টি।
এলগার শেষ পর্যন্ত সাজঘরে ফেরেন ১১৩ রানের মাথায়। শুভাশিসের বাউন্সারে পুল করতে যেয়ে উপরের কানায় লাগান। বল উঠে যায় ফাইনলেগের আকাশে। সেখানে ছিলেন মোস্তাফিজ। কিছুটা ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন তিনি।
উইকেটে বোলারদের জন্য বলতে গেলে কিছুই নেই। অথচ বাংলাদেশ ভেবেছিল শুরুতে বাউন্স আর বাড়তি গতি পাওয়া যাবে। সময়ের সঙ্গে ভুল ভাঙে দলের।
এক পর্যায়ে উইকেটের চিন্তা বাদ দিয়ে রানরেট কমিয়ে রাখার দিকে নজর দেয় বাংলাদেশ।









