ভূতুড়ে গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ টেলিফোনিক। মনসুর রহমান চঞ্চলের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সরদার রোকন। গেল ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল এর শুটিং, আজ ২ অক্টোবর শেষ হচ্ছে ‘টেলিফোনিক’র নির্মাণ কাজ।এই ওয়েব সিরিজের অভিনয় করছেন সজল, আজমেরী আশা, মাসুম আজিজ, অদ্বিতীয়া, জিদান, মেরাজ, সোহাগ প্রমুখ।
নির্মাতা সরদার রোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, ৮ পর্বে ‘টেলিফোনিক’ ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে। তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে ওয়েব সিরিজটি প্রচারে আসবে। বঙ্গবিডি নতুন অ্যাপ ‘ওয়াচ মোর’-এ এটি প্রকাশ হবে। এই ওয়েব সিরিজ দিয়ে অ্যাপটি যাত্রা শুরু করবে। প্রতি পর্বের ব্যাপ্তিকাল ১০ মিনিট।

একাধিক দর্শক প্রিয় নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা সরদার রোকন। এই প্রথমবার তিনি ওয়েব সিরিজ বানাচ্ছেন। বললেন, অনলাইনে ওয়েব সিরিজের কাজ করে মনে হয়েছে এটা অনেক বেশি ভালো প্ল্যাটফর্ম। এখানে বাজেটও ভালো থাকে। যেখানে যেটা দরকার সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে। লম্বা সময় থাকছে।
‘টেলিফোনিক’ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজের কাজ করলেন সজল। বললেন, নাটক, বিজ্ঞাপন, সিনেমা সবখানেই কাজ করে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলাম। পুরোপুরি ভৌতিক গল্প। ভালগার কিছু নেই। তবে অনেক টুইস্ট রয়েছে। পর্ব নয়, প্রতিটি দৃশ্যে টান টান উত্তেজনা থাকবে।









