লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত জাকিয়া বারি মম তার আম দেখা ও খাওয়া নিয়ে কিছু মুহূর্ত তার ভক্তদের সঙ্গে তুলে শেয়ার করেছেন।
আম বাঙালির অনেক পছন্দের একটি খাবার, এটা সবাই জানলেও মম’র আম নিয়ে কয়েকটি ছবি দেখলে তা আরও পরিস্কার হয়।
রাজশাহীতে ফরমালিন মুক্ত আমের স্বাদ নিতে কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে ঘুরে এসেছে তিনি।
‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত অভিনেত্রী মম তার ফেসবুক পেইজে আম খাওয়ার কিছু মুহূর্তের সেলফি শেয়ার করেছেন।
রাজশাহী’র রসালো আমসহ লাক্স চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারি মম।
আম গাছের সামনে প্রচুর আমের একটি ছবিও তিনি পোস্ট করেছেন।
আম খেয়ে এভাবেই সেলফিতে মেতেছিলেন মম।
রসালো আম দেখে চোখ মাথায় উঠলো এ জনপ্রিয় অভিনেত্রী’র।






