Site icon চ্যানেল আই অনলাইন

আম্মু মেলা থেকে তালের পাখা কিনে দিত: আঁখি

আঁখি আলমগীর

সময় বের করে, নিজের মতো করে বৈশাখের আনন্দ শেষ কবে উপভোগ করেছি ঠিক মনে নেই। আমি কখনোই অনেক ভিড়ে আনন্দ করতে পারি না। তাই পহেলা বৈশাখে তেমন পরিকল্পনা করা হতো না। আর ঘটা করে বৈশাখী অনুষ্ঠান পালন আমদের গ্রামে আমি দেখিনি, তবে মনে আছে আম্মু লাল পাড় সাদা শাড়ি পরত।

কত রকমের ভর্তা যে হতো বলে শেষ করা যাবে না! আম্মু মেলা থেকে তালের পাখা কিনে দিত। তবে ওই দিনগুলো সত্যি খুব মনে পড়ে। মেলায় যেতাম। তবে এখন ভক্তদের সঙ্গে প্রতিবছরই বৈশাখের আনন্দ ভাগাভাগি করে সময় কাটে।

ছবি: ওবায়দুল হত তুহিন

Exit mobile version