চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমিরের হ্যাট্রিকের দিনে মাঠ মাতালেন সাকিব

পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের দল করাচি কিংস ৭ উইকেটে জয়ী হয়েছে। ১২৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে করাচির প্রতিপক্ষ ছিলো লাহোর কালান্ডার। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। 

সাকিবের দৃষ্টিনন্দন ব্যাটিং উপভোগ করেন দুবাই স্টেডিয়ামের দর্শকরা। ক্যামেরন ডেলপোর্টের বলে আউট হওয়ার আগে সাকিবের ৫১ রানের ইনিংসটি ছিলো ৩৫ বলে ৩ চার ও ৩ ছয় দিয়ে সাজানো। সাকিবকে দীর্ঘসময় সঙ্গ দেওয়া করাচির উদ্বোধনী ব্যাটসম্যান লিন্ডেল সিমেন্স ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বল হাতেও সাকিব ছিলেন সফল। লাহোরের উদ্বোধনী ব্যাটসম্যান আজাহার আলীকে বোল্ড করে দখল করেন মূল্যবান উইকেট। লাহোরের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৬ রান করে শোয়েব মালিকের বলে আউট হয়ে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে লাহোর। 

নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য পাকিস্তান দলে ঢোকা মোহাম্মদ আমির পিএসএলেও বোলিং ঝড় তোলেন। পিএসএলের প্রথম হ্যাট্রিক শিকারী এখন আমির।  লাহোরের মিডিল অর্ডারে ব্রাভো, জোয়াইব ও কুপারকে ফিরিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। 

মূল একাদশে সাকিবের সুযোগ হলেও মাঠের বাইরে ছিলেন মুশফিক। দেশের আরেক ক্রিকেট তারকা তামিম ইকবাল খেলছেন পেশোয়ার জালমি’র হয়ে।